মুখে খুনে হাসি, কপালে রক্ত, হাতে বন্দুক! সামনে এল ‘লেডি সিংহম’-এর প্রথম লুক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ‘সিংহম এগেইন’ ছবিতে ‘লেডি সিংহম’ হিসেবে হাজির হতে চলেছেন। পরিচালক রোহিত শেট্টির ছবিতে অজয় দেবগনের বোনের চরিত্রে অভিনয় করবেন তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় দীপিকার ‘লেডি সিংহম’ লুক প্রকাশ্যে আনেন রোহিত। ছবিতে তাকে পুলিশের ইউনিফর্মে দেখা যাচ্ছে। কপালে লম্বা কাটা দাগ আর মুখে ক্রূর হাসি। হাতে বন্দুক।রোহিত লিখেছেন, “নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের শক্তি। আমার ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোন।”
দীপিকার এই লুক দেখে তার ভক্তরা খুবই উচ্ছ্বসিত। অনেকে বলছেন, দীপিকা এই চরিত্রে দারুণ মানাবে। ছবিটি ২০২৪ সালের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে বলে জানা গেছে।