মুখে শুধু বড় বড় কথা, টাকাই সব! গুটকার বিজ্ঞাপন করব না কথা দিয়েও গুটকার বিজ্ঞাপনে অক্ষয়
বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের গুটখার বিজ্ঞাপন নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে। গত বছরও একই ধরনের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। তখনও অনুরাগীদের তীব্র সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। কিন্তু এবারও সেই কথা রাখতে পারেননি তিনি।
জনপ্রিয় পানমশলা ব্র্যান্ডের নতুন বিজ্ঞাপনে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, অক্ষয়ের বাড়ির সামনে গাড়িতে বসে অজয় দেবগন এবং শাহরুখ খান তাঁকে ডাকছেন। কিন্তু অক্ষয় তখন কানে হেডফোন গুঁজে গান শুনছেন। শেষমেশ পানমশলার প্যাকেট খুলতেই তাঁর চটকা ভাঙে।
এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই অক্ষয়ের অনুরাগীদের ক্ষোভ আরও বেড়ে যায়। তাঁরা বলছেন, “সুপারস্টার হয়ে গুটখার বিজ্ঞাপন করা অক্ষয়ের নৈতিকতার পরিচয় দেয়।” অনেকেই মনে করছেন, এই বিজ্ঞাপন নবীন প্রজন্মের কাছে গুটখা খাওয়ার প্রভাব ফেলতে পারে।
গত বছরও অক্ষয়ের গুটখার বিজ্ঞাপন নিয়ে সমালোচনা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, “আমার অনুরাগীরা মোটেই আমাকে পানমশলার বিজ্ঞাপনে দেখে খুশি নন। আমি আর কোনও দিন গুটখার বিজ্ঞাপন করব না।” কিন্তু এবারও সেই কথা রাখতে পারেননি তিনি।