মেরে সাঁইয়ের প্রযোজনায় শীঘ্রই আসছে পুজোর নতুন গান! এবার পুজোর গন্ধে মাতবে সবাই
পূজার আর এক মাস বাকি। শহরজুড়ে পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে। কাশফুলের গন্ধে বাতাস ম ম করছে। পুজোর গান না হলে তো চলেই না। তাই জি মিউজিক বাংলার পক্ষ থেকে নতুন পুজোর গান আসছে। গানের নাম “পুজো পুজো গন্ধ এসেছে”। গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত প্রিয়াঙ্কা দে।
গানটি শুনলেই বনেদি বাড়ির পুজোর কথা মনে পড়বে। বিরাট আঙিনায় পুজো, মেয়েদের আটপৌরে শাড়ি, ছেলেদের ধুতি-পাঞ্জাবী, ধুনুচি নাচ, সিঁদুর খেলা, সবকিছুই থাকবে এই গানে।
গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে আরাত্রিকা ঘোষ, শুভ সিং, অরিত্র সেনগুপ্ত ও শ্রুতি পাল আগরওয়ালকে। গানটি শীঘ্রই মুক্তি পাবে। পুজোতে এই গান প্যান্ডেলে প্যান্ডেলে বেজে উঠবে বলে আশা করা হচ্ছে।
Advertise