মোটরবাইক দুর্ঘটনায় ভয়াবহ চোট, হাড় বেরিয়ে এসেছিল বিবেকের! অজয় ও অভিষেক নিয়ে গেল হাসপাতালে
চেন্নাই: মোটরবাইক দুর্ঘটনায় ভয়াবহ চোট পেয়েছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ‘যুব’-এর শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার কথায়, “একটা মজার সন্ধ্যা সাংঘাতিক হয়ে উঠেছিল।”
দুর্ঘটনায় এতটাই চোট পেয়েছিলেন বিবেক যে, তেমন কিছুই মনে নেই তার। তার বক্তব্য, “শুধু মনে আছে, আমাকে অজয় ও অভিষেক হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাড় ভেঙে আমার ত্বকের বাইরে বেরিয়ে এসেছিল। সারা শরীর রক্তে ভেসে গিয়েছিল।”
তবে এখানেই শেষ নয়। এই ঘটনা শুনে হৃদ্রোগে আক্রান্ত হন ‘যুব’-এর পরিচালক মণি রত্নম। বিবেক বলছেন, “আমি জানতে পারলাম, আমার দুর্ঘটনার খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হন মণি রত্নম। আমরা দু’জনই তখন হাসপাতালে চিকিৎসাধীন।”
অজয় ও অভিষেক, দুজনেই নিয়মিত দেখতে আসতেন বিবেককে। অভিনেতার কথায়, “তারা দুজনেই আসত ও নানা মজার কথা বলে আমায় আনন্দ দেওয়ার চেষ্টা করত।”
‘যুব’-এর শুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। ছবিতে বিবেকের পাশাপাশি অভিনয় করেছিলেন অজয় দেবগন ও অভিষেক বচ্চন।