যাদবপুর এ্যাথলেটিক- এর এবারের থিম ‘বৃক্ষ মোদের মাতৃশক্তি’
TODAYS বাংলা: যাদবপুর এ্যাথলেটিক ক্লাব এবারে ৫০ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকি”। তবে এবারে তাদের থিম হল ‘বৃক্ষ মোদের মাতৃশক্তি ‘। তাদের এই থিমের ভাবনার কারণ সৃষ্টির আদিযুগ থেকেই মানুষের সাথে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক। বৃক্ষ একদিকে যেমন মানুষের খাদ্যের যোগান দিয়েছে, পাশাপাশি তাকে দিয়েছে অশ্রয়, বেঁচে থাকার লড়াইয়ের প্রথম হাতিয়ার। গাছ আমাদের আসল মাতৃ শক্তি সেটাই তুলে ধরতে চাইছেন তাদের মণ্ডপের মাধ্যমে।
অগাস্ট মাস থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় এস. আর ইলেকট্রিক – তপন সাহা, কমল ইলেকট্রিক – চন্দন নগর। মণ্ডপ শিল্পী- সুদর্শন খাটুয়া, প্রতিমা শিল্পী- অনুপ ঘোড়াই। বিশেষ অনুষ্ঠান গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করার আয়োজন করবেন।