যেকোনো মূল্যেই হোক কৌশিকীকে রক্ষা করে যাবে জগদ্ধাত্রী
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে জগদ্ধাত্রীকে ফাঁদে ফেলতে মেহেন্দি একটি চাল দিল।
দেবো মুখার্জি আবারও একটি ষড়যন্ত্রের জাল বুনছে। তার ষড়যন্ত্রের মূল লক্ষ্য জগদ্ধাত্রী এবং কৌশিকী। দেবো মুখার্জি মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে জগদ্ধাত্রী এবং কৌশিকীকে আমন্ত্রণ জানায়।
জগদ্ধাত্রী দেবো মুখার্জির ষড়যন্ত্র বুঝতে পেরে দেবুকে জানায়। দেবুও জগদ্ধাত্রীর সাথে একমত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সময় জগদ্ধাত্রীর গাড়ি বিকল হয়ে যায়। জগদ্ধাত্রীকে গাড়ি থেকে নেমে হাঁটতে হয়। তখন হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত জগদ্ধাত্রীকে ঘিরে ফেলে।