September 8, 2024 | Sunday | 11:55 AM

রণক্ষেত্র পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে একাধিক ট্রেন বাতিল!

0

TODAYS বাংলা: বাংলাদেশ থেকে ভারতে এসেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। বাংলাদেশ জুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারতের মধ্য়ে চলা একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল।

কলকাতা ও ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন করে চলে। গত ১৫ দিন ধরেই এই ট্রেন বন্ধ রয়েছে। আপাতত আগামিদিনেও এই ট্রেন বাতিল চলতে থাকবে। একইভাবে বন্ধন এক্সপ্রেসও বন্ধ থাকবে। এটি সপ্তাহে ২ দিন করে কলকাতা ও খুলনার মধ্যে চলাচল করে। গত ১৫ দিন ধরে এটি বাতিল রয়েছে। বন্ধন এক্সপ্রেসও আপাতত চলবে না বলে জানিয়েছে ভারতীয় রেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *