রণসভায় গিয়ে হাসি! সোশ্যাল মিডিয়ায় জনতার রোষের মুখে সানি দেওল
বলিউডের বর্ষীয়ান পরিচালক রাজকুমার কোহলির প্রয়াণে স্মরণসভায় সানি দেওলের হাসি-ঠাট্টার ভিডিয়ো ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের মতে, এমন একটি অনুষ্ঠানে হাসি-ঠাট্টা করা মোটেও উচিত হয়নি।
শুক্রবার রাজকুমার কোহলির মৃত্যুর পর রবিবার তাঁর স্মরণসভা হয়। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সানি দেওল, জ্যাকি শ্রফ, শত্রুঘ্ন সিনহা-সহ আরও অনেক তারকা। স্মরণসভার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যায়, বিন্দু দারা সিংহের সঙ্গে কথা বলছেন সানি। তাঁদের পাশে প্রয়াত পরিচালকের পুত্র আরমান কোহলিকেও দেখা গিয়েছে। বিন্দুর সঙ্গে কথোপকথনের সময় সানিকে হাসতেও দেখা গিয়েছে।
এই ভিডিয়ো দেখে নেটিজেনদের একাংশের ক্ষোভের সঞ্চার হয়। তাঁরা সানিকে সমালোচনা করেন। তাঁদের মতে, এমন একটি অনুষ্ঠানে হাসি-ঠাট্টা করা মোটেও উচিত নয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল রাজকুমার কোহলিকে শ্রদ্ধা জানানো। কিন্তু সানির হাসি-ঠাট্টা সেই উদ্দেশ্যকেই ব্যাহত করেছে।
সানির এই ‘কীর্তি’-র জন্য নেটিজেনদের একাংশ তাঁকে ‘অসভ্য’ বলেও অভিহিত করেছেন। তাঁরা মনে করেন, সানির মতো একজন তারকাকে এমন আচরণ করা উচিত নয়।