রবীন্দ্রনগরের যুবকবৃন্দ- এর এবারের থিম ‘প্রবাহ’
TODAYS বাংলা: রবীন্দ্রনগরের যুবকবৃন্দ এবারে ৬৪ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল ঠাকুরদালান বাড়ি। তবে এবারে তাদের থিম হল প্রবাহ। তাদের থিমের এমন ভাবনা কারণ সমাজের সবকিছুই পরিবর্তনশীল কিন্তু সূর্য এবং মা চিরস্থায়ী। তাই আগামী প্রজন্মকে বাঁচাতে গাছ লাগানোর সচেতনতাই তারা ছড়িয়ে দিতে চাইছেন।
তাদের এবারের স্লোগান ‘ উত্তরের শেষ স্টেশন, পুজোর ডেস্টিনেশন ‘। জুলাই মাস থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন বিকি এবং শিল্পী হলেন সুব্রত ব্যানার্জি। তাদের এবারের বিশেষ অনুষ্ঠান হলো অনাথ শিশুদের পুজোর নতুন জমা কাপড় বিতরণ করা।