রাখি গুলজারের সঙ্গে দেখা করতে শুটিং সেটে হাজির সৃজিত!
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার সম্প্রতি কলকাতায় ছিলেন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস্’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার ছিল তাঁর অংশের শেষ দিনের শুটিং।
সেদিনের শুটিংয়ে হঠাৎই হাজির হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রাখির সঙ্গে দেখা করতেই এসেছিলেন তিনি। মেকআপ ভ্যানে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে আড্ডা দেন পরিচালক।
একদিনের শুটিংয়ের মাধ্যমে ইউনিট একটা পরিবারের মতো হয়ে উঠেছিল। তাই শেষ দিনে রাখির মনও ভারাক্রান্ত ছিল। সৃজিতও প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা করে খুশি হয়েছেন।
সৃজিত বর্তমানে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তার ফাঁকেই সময় বার করে রাখির সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।