September 8, 2024 | Sunday | 12:40 PM

রাজনাথ কেন এরকম করল? জানতে চায় কৌশিকী

0

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে গত পর্বে দেখা গিয়েছিল, জগদ্ধাত্রী এবং তার টিম দিবিয়া সেনকে ধরে ফেলে। দিবিয়া কৌশিকীকে জানায়, উৎসবই এই সবের পিছনে। সে কৌশিকীকে সরিয়ে সেই সিংহাসনে বসতে চায়।

এদিকে, দেবু তার স্ত্রী প্রীতিকে বলে, সে আর ঘর জামাই থাকতে চায় না। সে নিজের একটা ব্যবসা করতে চায়। ঠিক তখনই কাঁকন দেবুকে দেখে ভিক্ষে করার বাটি দিয়ে তার পায়ে আঘাত করে। কাঁকন বলে, দেবুই তাকে অপহরণ করেছে।

জগদ্ধাত্রী দেবুকে ধরে তার কাছ থেকে কাঁকনকে উদ্ধার করে। এরপর, সে উৎসবের সাথে দেখা করে। উৎসব জগদ্ধাত্রীর কাছে ক্ষমা চায়। কিন্তু জগদ্ধাত্রী তাকে ক্ষমা করে না। সে উৎসবকে জানায়, সে তার অপরাধের জন্য চরম শাস্তি পাবে।

জগদ্ধাত্রী উৎসবের বিরুদ্ধে মামলা করতে চলেছে। সে উৎসবকে জেলে পাঠানোর জন্য সব রকম চেষ্টা করবে। উৎসব কি পারবে জগদ্ধাত্রীর শাস্তি থেকে বাঁচতে? তা আগামী পর্বগুলোতে দেখা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *