রাজ চক্রবর্তীর সঙ্গে কবে সিনেমা করছেন সৌমিতৃষা? উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট
সৌমিতৃষা কুন্ডুর কেরিয়ারে শুরু হয়েছে নতুন অধ্যায়। সম্প্রতি তিনি দেবের ছবিতে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এরপর সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করেন। এই ছবি দেখে নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
সৌমিতৃষা প্রথম সিনেমা প্রধান। এই ছবির পরিচালক ও প্রযোজক অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী। ছবিতে তিনি ও দেব ছাড়াও রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। অগস্ট থেকে সেই ছবির শ্যুট শুরু হওয়ার কথা রয়েছে। ছবি মুক্তি পাবে ডিসেম্বরে।
বড়পর্দায় অভিনয় করলেও ছোটপর্দাকে ভুলছেন না সৌমিতৃষা। তিনি জানিয়েছেন যে ছোটপর্দায় ভাল কোনও প্রস্তাব পেলে তিনি অবশ্যই সেখানে কাজ করবেন। এখন আপাতত দেবের ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন সৌমিতৃষা। সুতরাং কোন নির্দিষ্ট তারিখ এখনো জানা না গেলেও, মনে করা হচ্ছে খুব শীঘ্রই শুরু হতে পারে কাজ।