রিঙ্কু না থাকায় কেকেআর দায়ী নয়: অভিষেক নায়ার
**কলকাতা,** 2 মে: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় রিঙ্কু সিংহ নিয়ে শোরগোল চলছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এই বাঁহাতি ক্রিকেটারকে দলে নেওয়া হয়নি। আইপিএলে খুব বেশি রান করতে না পারার কারণে রিঙ্কুকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা অনেকের। **কিন্তু কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার বলছেন, আইপিএলে পারফরম্যান্সের উপর রিঙ্কুর সুযোগ পাওয়া, না পাওয়া নির্ভর করছে না।****মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে নায়ার বলেন,** “রিঙ্কু এ বারের আইপিএলেও ভাল খেলেছে। একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচে রান করেছে। দেখতে হবে যে রিঙ্কু আমাদের দলে ফিনিশারের ভূমিকায় রয়েছে। বেশির ভাগ ম্যাচে ৯-১০টা বল খেলার সুযোগ পায়। তার মধ্যেই নিজের কাজটা করে রিঙ্কু। ও কত রান করল সেটা বড় কথা নয়। কোন পরিস্থিতিতে, কোন ভূমিকায় রান করল সেটাও তো দেখতে হবে। নিজের দায়িত্ব ও ভাল ভাবে পালন করেছে। তার পরেও সুযোগ পায়নি বিশ্বকাপের দলে।”**নায়ারের কথা থেকে স্পষ্ট, রিঙ্কুকে না নেওয়ার নেপথ্যে কোনও কারণ ছিল না। আইপিএল তার জন্য দায়ী নয়।****ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকরও বলেছেন, রিঙ্কুকে না নেওয়া “খুবই দুর্ভাগ্যজনক।”** **তিনি বলেন,** “এটাই আমাদের আলোচনার সব থেকে কঠিন বিষয় ছিল। রিঙ্কুর কোনও দোষ নেই। সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা।”**রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলের অধিনায়ক।** **আগরকর বলেন,** “রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি। দু’জন রিস্ট স্পিনার রয়েছে। এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে।”**বিশ্বকাপের দলে সুযোগ পাননি কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ারও।** **নায়ার শ্রেয়সের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন।****তিনি বলেন,** “আমার দেখা অন্যতম ইতিবাচক মানসিকতার ক্রিকেটার শ্রেয়স। ও কোনও দিন কিছু নিয়ে অভিযোগ করে না। ওর ফিটনেস আগের থেকে ভাল হয়েছে। সেই সঙ্গে ওর মানসিকতাও আরও ইতিবাচক হয়েছে। শ্রেয়স সব সময় দলের জন্য রান করার চেষ্টা করে। এখনও সেটাই করছে।”