December 8, 2024 | Sunday | 1:32 AM

রেলপুকুর ইউনাইটেড ক্লাব,বাগুইআটি- এর এবারের থিম ‘অপরাজিত’

0

TODAYS বাংলা: রেলপুকুর ইউনাইটেড ক্লাব,বাগুইআটি এবারে ৭০ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “পুলু”। তবে এবারে তাদের থিম হল ‘ অপরাজিত’। তাদের এই থিমের ভাবনার কারণ পশ্চিমবঙ্গের অন্যতম শিল্প হলো পাট, গ্রাম বাংলার নানা প্রান্তে পাট চাষ হয় তার থেকে তৈরি হতো নানা জিনিস। তবে ধীরে ধীরে একেবারেই তা মৃতপ্রায় , দূষণ মুক্ত পরিবেশ তৈরি করতেই এই পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে ভাবনা তাদের।

প্রায় ৩ মাস আগে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় প্রবাল ব্যানার্জী , শিল্পী হিসেবে রয়েছেন রূপায়নে শ্রী সন্দীপ মুখার্জী ও প্রতিমা শিল্পী শ্রী উৎপল ঘোষ। এছাড়া বিশেষ অনুষ্ঠানের মধ্যে ৯ই অক্টোবর আলতা ও সিঁদুর পরার প্রতিযোগীতা,মায়ের চক্ষুদান,সজ্জা এবং অষ্টমীতে প্রায় ৫০০০মানুষকে ভোগ বিতরণ করার আয়োজন করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *