February 10, 2025 | Monday | 5:59 PM

শক্তি কাপুরকে রীতিমতো র‍্যাগিং করেছিলেন মিঠুন চক্রবর্তী! জানুন সেই কাহিনী

0

মিঠুন চক্রবর্তী এবং শক্তি কাপুর হলেন বলিউড ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেতা। দুজনেই তাদেরকে ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে বেশ কিছু ছবি করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ডান্স ডান্স, বাদাল, পেয়ার কা কারজ। দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে থাকার পরে শক্তি কাপুর মিঠুনকে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন। নাকি শক্তি কাপুরকে র‍্যাগিং করতেন মিঠুন।

চুল কেটে অন্ধকার ঘরে আটকে রেখে দিতেন কাকুতি মিনতিতে ও নাকি কোন রকম লাভ হতো না। শক্তি এবং মিঠুন দুজনেই ছিলেন ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র। শক্তির সিনিয়র ছিলেন মিঠুন। এক সাক্ষাৎকারের শ্রদ্ধা কাপুরের বাবা পুরনো সেই দিনের কথা তুলে ধরেন। সেখানে ছাত্র ছিলেন রাকেশ রোশানও। হোস্টেলে ঢুকে শক্তি কাপুর দেখেছি নেন একজন শারীরিক কসরত করছিলেন তিনি হলেন মিঠুন।

মিঠুনকে বিয়ার খাবার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি তাদের রাজি হননি। তারপর নাকি রাকেশ চলে যাওয়ার পরই মিঠুন চুলের মুঠি ধরে অন্ধকার ঘরে শক্তিকে বসিয়ে জিজ্ঞাসা করেছিল এইবার কি তুমি বিয়ার খাবে? তারপর নাকি দুজন বন্ধুকে ডেকে চুল কাটিয়ে দিয়েছিল। যদিও তাদের ফিল্মি ক্যারিয়ারে কোন ভাবেই এরাম প্রভাব পড়েনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *