শিবপুর নবারুণ সংঘ- এর এবারের থিম ‘বার্তা’
TODAYS বাংলা: শিবপুর নবারুণ সংঘ এবারে ৯৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকি পুজো”। তবে এবারে তাদের থিম হল ‘ বার্তা’। তাদের এই থিমের ভাবনা কারণ বর্তমানে চিঠির মাধ্যমে বার্তার আদান প্রদান প্রায় বন্ধ। সেই পুরানো স্মৃতিকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। বিগত এক মাস থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন বি ডি ইলেকট্রিক এবং চাঁদ ইলেকট্রিক (চন্দননগর)। শিল্পী হিসেবে রয়েছেন দেবাশীষ ধারা।