শিবরামপুর যুব ক্লাব এন্ড লিবার্টি- এর এবারের থিম ‘বাংলা মোদের মাতৃভাষা’
TODAYS বাংলা: শিবরামপুর যুব ক্লাব এন্ড লিবার্টি এবারে ২৯তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “বাউল দেশের কথা”। তবে এবারে তাদের থিম হল ‘বাংলা মোদের মাতৃভাষা’। তাদের এই থিমের ভাবনার কারণ বাংলা মোদের মাতৃভাষা, আজ বিংশ শতাব্দীর পর থেকে আজ আমরা যতই এগিয়ে চলেছি আমরা আমাদের ও ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলা ভাষা কে ফেলে আমরা প্রতি নিয়ত অনন্য ভাষা বিশেষত ইংরাজি ভাষাকে প্রাধান্য দিয়ে চলেছি।বাংলা যে আমাদের মাতৃভাষা সেটা আমরা অবহেলা করে চলেছি।তাই বাঙালী হয়ে দুর্গা পূজার এই থিমের উপর তাদের ভাবনা বাংলা মোদের মাতৃভাষা। ১৭ ই আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন এস. জি. ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন দীপক মন্ডল।