December 8, 2023 | Friday | 9:51 PM

শিলিগুড়ির উলকা মাঠে ডেপুটি মেয়র বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে দেন হুইল চেয়ার

0

TODAYS বাংলা: আজ শিলিগুড়ির উলকা মাঠে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আইসি মানিক দে বেশ কিছু বিশেষভাবে সক্ষম মানুষের হাতে তুলে দেন হুইল চেয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস। প্রায় একশো জনের হাতে তুলে দেন হুইল চেয়ার। ডেপুটি মেয়র জানান আমরা সব ধরনের মানুষের কাছে পৌছাতে চেষ্টা করছি। সবার সব ধরনের সমস্যার সমাধান করা আমাদের পক্ষে কোনমতেই সম্ভব নয়।

তবুও আমরা চেষ্টা করছি সবাইকে একটু হলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আমরা চেষ্টা করছি একটু হলেও সবাইকে দুশ্চিন্তা মেটাতে। এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার শালিনী ডালমিয়া এবং অন্যান্য এম এম আইসি রা। মানুষের হাতে আমাদের মুখ্যমন্ত্রী সব ধরনের সাহায্য পৌছাতে চান,আর আমরা চেষ্টা করি সেই অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকতে। ডেপুটি মেয়র জানান যারা যারা এদিন পেলেন না তাদের টা পুরসভা থেকে দিয়ে দেওয়া হবে। উপযুক্ত কাগজপত্র থাকলে কোন সমস্যা হবার কথা নয় জানালেন ডেপুটি মেয়র।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *