শীঘ্রই ভূমিষ্ঠ হবে দ্বিতীয় সন্তান, তার আগে হবু মা শুভশ্রীকে সাধ খাওয়ালেন মিঠুন চক্রবর্তী!
টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। সন্তান ভূমিষ্ট হওয়ার দিনক্ষণ প্রায় সামনে এসেছে। তার আগে নানা জাগায় সাধ খেয়ে বেরাচ্ছেন তিনি।
শুভশ্রী বেশ উচ্ছ্বসিত দ্বিতীয়বার মা হওয়ার বিষয়ে। পাত পেড়ে খাচ্ছেন, গুরুজনদের আশীর্বাদও নিচ্ছেন। সম্প্রতি, ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানে শুভশ্রীকে সাধ দিলেন মিঠুন চক্রবর্তী। প্রদীপ জ্বালিয়ে, কপালে চন্দনের ফোঁটা দিয়ে শুভশ্রীকে আশীর্বাদ করলেন মহাগুরু। মিঠুনের থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত শুভশ্রী।
২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রীর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।