শীতলা মৈত্রী সংঘ- এর এবারের থিম ‘গম্ভীরা’
TODAYS বাংলা: শীতলা মৈত্রী সংঘ এবারে ১৭ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “উমা”। তবে এবারে তাদের থিম হল ‘গম্ভীরা ‘। তাদের এই থিমের ভাবনার কারণ গম্ভীরা হলো পশ্চিমবঙ্গের একটি প্রাচীন লোকশিল্প আর সেটাকেই তুলে ধরার চেষ্টা করছেন তারা। দুই মাস আগে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় উজ্জ্বল ইলেকট্রিক, শিল্পী হিসেবে রয়েছে শ্রী রাজেস মন্ডল। তাদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন যেখানে সপ্তমী ও অষ্টমীর সন্ধ্যায় মালদা জেলার গম্ভীরার টিম পারফর্ম করবেন।