শুঁড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি- এর এবারের থিম ‘The এড্রেস’
TODAYS বাংলা: শুঁড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে ৮২তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “রাসমঞ্চ”। তবে এবারে তাদের থিম হল ‘The এড্রেস’। তাদের এই থিমের ভাবনার কারণ বর্তমানে যৌথ ৫১বর্তী পরিবার ভেঙে ছোট ছোট পরিবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। চাকরি, ব্যবসা ও পড়াশোনার প্রয়োজনে এই অবস্থা। এক বিশাল পরিবারের এক বিশাল বাড়ি আজ প্রায় ফাঁকা। বাড়িতে অপেক্ষায় থাকে বৃদ্ধ-বৃদ্ধারা। ঘরের আনাচে কানাচে ধুলোমাখা চারপাশে, প্রতিটা আসবাবপত্রে এবং খাবারের টেবিলে রয়ে গেছে অনেক স্মৃতি ঐ নির্দিষ্ট ঠিকানা The এড্রেসে।সেপ্টেম্বরের শুরু থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন SRP বাবু ও অয়ন ঘোষ। শিল্পী হিসেবে রয়েছেন ভাবনা : মধুরিমা পাল , প্রতিমা : গোপাল পাল ,সুর : সৈকত দেব। বিশেষ অনুষ্ঠান হিসেবে রয়েছে তৃতীয়ার উদ্বোধনে মহিলা সদস্যাদের দ্বারা সঙ্গীত পরিবেশন ও কমিটির সর্বজ্যোষ্ঠ সদস্য কে সংবর্ধনা।