শুটিংয়ের মাঝেই মেজাজ হারালেন সৌমিতৃষা! কিভাবে সামাল দিলেন দেব?
সান বাংলাফ্লাপ, আড়াই ফুটো পৌছালো আজ তাঁর গন্তব্যে। ‘মিঠাই’ সেই আভাস পেয়ে গিয়েছিল সৌমী ভক্তরা। জি বাংলার (জি বাংলা) মিঠাই (মিঠাই) – এর শেষটা এখনও দর্শক নিতে পারবেন না।
পর্দায় তাকে বেশ শান্তশিষ্ট দেখালেও আদতে কিন্তু বেশ চঞ্চল ও রাগী সৌমী। দেবের বিপরীতে বড় পর্দায় ডেবিউ করেছেন অভিনেত্রী, আর সেই সূত্রেই উত্তরবঙ্গে রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোষ্ট করে মিঠাই রানী লেখেন, “পাহাড়ে নিয়ে গেলে সৌমিতৃষার মাথা ঠাণ্ডা করা যায়!”
ছবিটিতে দেখা যাচ্ছে রাস্তার মাঝেই ধ্যানরত অবস্থায় বসে অভিনেত্রী। তবে ছবিটি তাকে কে তুলে দিলো তা নিয়েই নেট পাড়া সরগরম। অনেকে বলছেন ছবিটি স্বয়ং দেবেরই তোলা।