শুরু হয়ে গেল লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিকের শুটিং, সামনে এলো প্রথম লুক!
কাশ্মীর মেয়ের ঝনক। অনিরুদ্ধার সাথে পাহাড়ের কোন এক বাঁকে তার দেখা। তারপরেই তাদের গল্প কিভাবে এগোবে সেই নিয়ে লেখা লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য। এতদিন দর্শক বহু সফল বাংলা সিরিয়াল কে হিন্দিতে দেখেছেন দর্শক।
এবার এই প্রথম লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল মুখোপাধ্যায় হিন্দিতে কাজ করছেন। ধীরে ধীরে পরিধি বাড়াচ্ছেন ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থার। মুম্বাই কাশ্মীরে এর অধিকাংশ শুটিং হবে তবে কলকাতার একটুও ছোঁয়া না থাকলে কি আর চলে। ঘাটে স্টুডিও পাড়াতে ঢুকতেই দেখা যাবে মনসা পূজায় মেতেছে পুরো পরিবার। ধুনের গন্ধ চারিদিকে ছরিয়ে রয়েছে।
লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক সংবাদ মাধ্যমের তরফ থেকে দেখানো হলেও শৈবালের তরফ থেকে দেখা হলে তিনি জানান আগেও অনেক পরিচালক প্রযোজক বাংলা থেকে হিন্দিতে গিয়ে কাজ করেছেন। এই গল্পে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী রাও রয়েছেন। 7 সেপ্টেম্বর কাশ্মীরে যাওয়ার প্ল্যান রয়েছে।