January 23, 2025 | Thursday | 11:34 AM

শ্রদ্ধার রাহুলে স্বীকৃতি?

0

অবশেষে আবার নতুন করে প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর। রোহনের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন করে প্রেমে পড়লেন বলি অভিনেত্রী। শ্রদ্ধার এই নতুন প্রেমিককে সবাই চেনেন না। একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে নিশ্চিত তাঁরা দুজনেই। এমনকি তাদের দুজনের পরিবারের সম্মতি রয়েছে বলেও জানা গেছে। শ্রদ্ধা কাপুরের নতুন এই প্রেমিক হলেন রাহুল মোদী। যিনি আবার সকলের পরিচিত একটি মুখ। তিনি পেশায় একজন চিত্রনাট্যকার। রাহুল শ্রদ্ধার শেষ ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’ এর চিত্রনাট্যকার ছিলেন।

সম্প্রতি রাহুলের সঙ্গে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরে দেখা গেছে। রাহুল শ্রদ্ধার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর চর্চা। বি-টাউনের অন্দরে অনেক দিন ধরে তাদের প্রেম নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি তাঁরা। তাদের দুজনকে অনন্ত আম্বানির এঙ্গেজমেন্ট থেকে শুরু করে আরও নানান অনুষ্ঠানে একসাথে দেখা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী ‘তু ঝুট ম্যায় মক্কর’ ছবির সেটেই তাদের প্রথম দেখা হয়েছিল। আর সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেমের সূচনা হয়। আরও জানা গিয়েছে এখনি তাদের সম্পর্কের কথা জনসমক্ষে আনতে চাইছেননা তাঁরা। তবে এটাই দেখার পালা কবে চার হাত এক হয় তাদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *