December 8, 2023 | Friday | 9:39 PM

শ্রাবন্তীর প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন তার বাবা মা

0

TODAYS বাংলা: জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিয়ে নিয়ে রয়েছে নানা ধরনের গুঞ্জন।পরিচালক রাজীবকে ২০০৩ সালে বিয়ে করেন তিনি।পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় অভিনেত্রীর।তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।এরপর অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে।কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয় ২০১৬ সালের জুলাইয়ে।তবে বেশিদিন টেকেনি তার দ্বিতীয় বিয়েও।২০১৭ সালের আগস্টের দিকে তার দ্বিতীয় সংসারেও ভাঙনের গুঞ্জন শোনা যায়।অবশেষে সেই বছরের শেষের দিকেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।এরপরই ২০১৯ সালের ১৯ এপ্রিল প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে অনেকটা গোপনে সাতপাকে বাঁধা পড়েন তিনি।ভারতের চণ্ডীগড়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় পাঞ্জাবি রীতিতে।তৃতীয় সংসার ভালোবেসে বাঁধলেও এখন আর একসঙ্গে থাকছেন না তারা।তার তৃতীয় স্বামী রোশান সংসার টিকিয়ে রাখতে চাইলেও সংসার টেকাতে নারাজ শ্রাবন্তী।চলছে বিবাহবিচ্ছেদের মামলাও।এ পরিস্থিতিতে অনেক চলচ্চিত্র সমালোচকেরই মন্তব্য- ব্যক্তিগত জীবনে ভালোই বিয়ে বিয়ে খেলা খেলেছেন শ্রাবন্তী।

এবার এ বিষয়ে মুখ খুললেন তার বাবা মা।তারা বলেন,প্রথম বিয়েটাই শ্রাবন্তীর ভুল ছিল।মাত্র ১৬ বছর বয়সে রাজীবের সঙ্গে বিয়ে করে শ্রাবন্তী।তখন আমরা ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম।বিয়েটাই ভুল ছিল ওর।ওটাই ওর জীবনের বড় শাস্তি।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *