December 9, 2024 | Monday | 3:36 PM

সত্যের মুখোমুখি সূর্য! দীপা কি পারবে সব অপমান ভুলে সূর্যকে ক্ষমা করতে?

0

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্যকে মিশকা নিয়ে গেছে এক উকিলের কাছে সেখানে সূর্য জানায় সে যে করে হোক তার মেয়েকে ফিরে পেতে চায় কিন্তু উকিল জানায় কোর্ট প্রমাণ চায় তাই তাকে সমস্ত রকমের টেস্ট করাতে হবে। যে সে সত্যি সোনার বাবা কিনা ঠিক তখনই মিশকা ভাবে যে দুবার রিপোর্ট বদলে আটকে ছিল ব্যাপারটা এবারে ঠিক কীভাবে আটকাবে।

সূর্যকে তার ভাই জয় বারে বারে বোঝাচ্ছে যে সে হয়তো এমনটা হতে পারে এতদিন যা জেনেছে সবটা মিথ্যে ভুল জেনেছে। আর একবার যদি সে বায়োলজিক্যাল টেস্ট করায় তাহলে হয়তো কোন অসুবিধা তার হবে না জয়ের কথাতে রাজি হয় সূর্য টেস্ট করাতে রাজি হয়।

সূর্যর হাতে চলে এসেছে, ডিএনএ টেস্টের রিপোর্ট তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সূর্যর সাথে ডিএনএ ম্যাচ করেছে সোনা ও রুপার। সূর্য আকাশ থেকে পড়েছে এই রিপোর্ট দেখে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *