সন্তোষপুর এভিনিউ সাউথ – এর এবারের থিম ‘ভুবন জোড়া মায়ের আঁচল’
TODAYS বাংলা: সন্তোষপুর এভিনিউ সাউথ এর এবারের থিম হল ‘ভুবন জোড়া মায়ের আঁচল’। তাদের এই থিমের ভাবনার কারণ পৃথিবী হলো আমাদের মা, আমরা যতই তার উপর অত্যাচার, অপচয় করিনা কেন সে আমাদের আগলে রাখে। তাই পৃথিবীর এই মাতৃত্ব রূপকে তুলে ধরতে চলেছে তারা। আগের বছর তাদের থিম ছিল “লক্ষী “। জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন সুমন মাইতি । শিল্পী হিসেবে রয়েছেন প্রদীপ্ত কর্মকার, অভিষেক ভট্টাচাৰ্য, দীপময় দাস। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে হেলথ কেয়ার ক্যাম্প।