সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারো কাছাকাছি আসবে সূর্য-দীপা? দেখুন অনুরাগের ছোঁয়া-র মহা এপিসোড
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্যকে তার ভাই জয় বারে বারে বোঝাচ্ছে যে সে হয়তো এমনটা হতে পারে এতদিন যা জেনেছে সবটা মিথ্যে ভুল জেনেছে। আর একবার যদি সে বায়োলজিক্যাল টেস্ট করায় তাহলে হয়তো কোন অসুবিধা তার হবে না জয়ের কথাতে রাজি হয় সূর্য টেস্ট করাতে রাজি হয়।
সূর্যর হাতে চলে এসেছে, ডিএনএ টেস্টের রিপোর্ট তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সূর্যর সাথে ডিএনএ ম্যাচ করেছে সোনা ও রুপার। সূর্য আকাশ থেকে পড়েছে এই রিপোর্ট দেখে।
কবির যে কোনদিনও বাবা হতে পারবেনা তা সূর্যের হাতে রিপোর্ট হিসেবে চলে এসেছে। যা দেখার পর সূর্য রীতিমত পাগলের মতন দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে কি করবে বুঝতে না পেরে ফোন করতে লাগলো।