সময় ভাল যাচ্ছে না! কলকাতায় এসে সটান কালীঘাটেই পুজো দিয়ে এলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর
সময় ভাল যাচ্ছে না। কলকাতায় এসে সটান কালীঘাটেই পুজো দিয়ে এলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। বুধবারই ইডেনে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। তার আগে মঙ্গলবার একফাঁকে কালীঘাটে গিয়ে পুজো দিলেন গম্ভীর। এদিন তিনি মা কালীর মূর্তি ছুঁয়ে প্রণাম করেন। আরতিও করেন তিনি। শেষে মা কালীর মূর্তিতে মাথা ঠুকে প্রণামও করতে দেখা যায়। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে বড়ো সাফল্য আসেনি গম্ভীরের, উল্টে পরপর সিরিজ হেরে চাপেই পড়ে গেছেন তিনি। ফলে, দেবীদর্শনেই ভাগ্য ফেরাতে মরিয়া তিনি।