সমস্ত অতীত ভুলে ইতিবাচক থাকতে চান, যাবতীয় বিতর্কের মাঝে জানালেন নুসরাত!
বিতর্কিত ব্যক্তিত্ব হলেও ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় খোলামেলা নুসরত জাহান। এবারও তার ব্যতিক্রম হল না। শুক্রবার ইনস্টাগ্রামে AskMe সেশনের মাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। যেখানে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছবি না তোলার কারণও ফাঁস করলেন।
প্রসঙ্গত, ২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরত। ২০২২ সালের ২৬ জানুয়ারি তাদের ঘরে আসে সন্তান ইশান। যশের সঙ্গে সুখের সংসার করছেন নুসরত। তবে যশের মা-বাবার সঙ্গে তার ছবি কখনও দেখা যায়নি।
এ বিষয়ে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে নুসরত বলেন, “আসলে সব বাবা-মায়েদেরই ক্যামেরা থেকে আড়ালে থাকা পছন্দের। আমার শ্বশুর-শাশুড়িও তাই। তাই আমি তাদের ছবি তুলি না।”
এছাড়াও, ভক্তদের প্রশ্নের উত্তরে নুসরত জানান, তিনি এখনও অভিনয়ে ফিরে আসবেন না। তিনি রাজনীতিতে মনোনিবেশ করতে চান। তবে ভবিষ্যতে কোনো ভালো গল্প পেলে অভিনয় করবেন তিনি।
নুসরতের এই খোলামেলা আড্ডা ভক্তদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।