সম্পর্ক কিভাবে ভালো রাখতে হয় তা নিয়ে টিপস দিলেন যশ-নুসরত, তবুও ট্রোলের শিকার হলেন তারা
টলিউডের জনপ্রিয় জুটি যশ-নুসরাতের সম্পর্ক নিয়ে সবসময়ই আলোচনা-সমালোচনা চলতে থাকে। নিখিল জৈনকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন নুসরত। এরপর যশের সন্তানের মা হওয়ার পর তাদের সম্পর্কের বিষয়ে আরও বেশি জল্পনা-কল্পনা শুরু হয়।
তবে কিছুদিন ধরে এসব গুঞ্জন থিতিয়ে গিয়েছে। যশ-নুসরাত এখন সুখেই সংসার করছেন। সম্প্রতি তাদের প্রযোজনা সংস্থার তৈরি ‘সেন্টিমেন্টাল’ ছবির প্রচারে এসেছিলেন তারা। সেখানেই সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ট্রোলের মুখে পড়েছেন।
একটি সাক্ষাৎকারে যশ বলেছেন, “যেমন আমরা রোজ জিমে গিয়ে শরীরকে ফিট রাখি, সেইরকমই সম্পর্ককে হেলদি রাখতে সময় দেওয়া উচিত।” যশের কথায় ফোড়ন কেটে নুসরত বলেন, “যাই হয়ে যাক। বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়।”
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ট্রোল করতে শুরু করেন। তারা বলছেন, “যারা নিজেরা দুটো বিয়ে করেন, তারা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন!”