সল্ট লেক সি এফ ব্লক রেসিডেন্টস্ অ্যাসোসিয়েশান – এর এবারের থিম ‘প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ’
TODAYS বাংলা: সল্ট লেক সি এফ ব্লক রেসিডেন্টস্ অ্যাসোসিয়েশান ৪৫ তম বর্ষে পদার্পণ করেছে। আগের বছর তাদের থিম ছিল “বিবর্তন”। তবে এবারে তাদের থিম হল ‘প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ’। তাদের এই থিমের ভাবনার কারণ প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ কলকাতার একটি ঐতিহ্যপূর্ণ স্থান তাই চেষ্টা করছেন তাদের মন্ডপে এই জায়গা তুলে ধরতে। ১৫ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন অনিল বিশ্বাস । শিল্পী হিসেবে রয়েছেন দীনেশ মন্ডল । এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে ব্লকের আবাসিকদের অভিনীত দমফাটা হাসির নাটক “দুষ্টু প্রজাপতি” ও নবমীর দিন জি সারেগামা র বিভিন্ন শিল্পীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশনা করবেন।