সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব – এর এবারের থিম ‘বিনস্ত্য’
TODAYS বাংলা: সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব ৪০ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম হল ‘ বিনস্ত্য ‘। থিমের এই ভাবনার কারণ পৃথিবীতে যা কিছু সুন্দর সব কিছুরই বিনস্ত্য করন ঘটে গেছে, তাই তারা সুন্দর কিন্তূ এটা কি কখনো আমরা ভেবে দেখেছি?সেই ভাবনায় তুলে ধরেছেন শিল্পী সুমিত দত্ত। তিন মাস ধরে কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন প্রমিলা ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন সুমিত দত্ত ও টীম। তৃতীয়া তে তাদের উদ্বোধন হবে এবং তার সাথে থাকবে নানান অনুষ্ঠান।