October 5, 2024 | Saturday | 10:14 PM

সালকিয়া ভারত সঙ্ঘ- এর এবারের থিম ‘চা ও আড্ডা’

0

TODAYS বাংলা: সালকিয়া ভারত সঙ্ঘ এবারে ৪৮ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ভাবনা”। তবে এবারে তাদের থিম হল ‘ চা ও আড্ডা’। তাদের এই থিমের ভাবনার কারণ চা এবং আড্ডা হলো আমাদের পুরনো ঐতিহ্য কলকাতাবাসির। ১৫ ই আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় প্রীতম ভৌমিক , শিল্পী পরিমল পাল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *