সিনেপ্রেমীদের জন্য সুখবর! সময়ের আগেই শেষ হচ্ছে মেরামতির কাজ, পুজোয় খোলা থাকছে নন্দন
এই পুজোয় বাংলা সিনেমার বক্স অফিস জমজমাট। চারটি নতুন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে।মাল্টিপ্লেক্স-সিঙ্গল স্ক্রিনের টিকিট তো পাওয়া যাবে। কিন্তু নন্দন খোলা থাকবে কি? এই প্রশ্ন অনেকের মনেই ছিল। মাল্টিপ্লেক্স যতোই থাকুক, এখনও অনেক সিনেপ্রেমীর কাছে নন্দনের আলাদা একটা মর্যাদা আছে। সেখানে সিনেমা দেখার আমেজটাই আলাদা।
গত ৭ অক্টোবর থেকে নন্দনে মেরামতির কাজ চলছিল। আজ বুধবার পর্যন্ত কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তারপর থেকেই নন্দনে সিনেমা দেখানোর পালা শুরু হয়ে যাবে। শুধুমাত্র দশমীর দিন প্রেক্ষাগৃহ বন্ধ রাখার পরিকল্পনা আছে।
নন্দন খোলার খবরে সিনেপ্রেমীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকেই বলছেন, এবার পুজোয় নন্দনে গিয়ে বাংলা সিনেমা দেখার সুযোগ পাবেন।