সীতাকুণ্ড: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে তথ্যচিত্র বানালেন কুনাল ঘোষ
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ঠিক ৪৮ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রযোজিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’। এই তথ্যচিত্রে অযোধ্যার রামরাজ্যে সীতার অভাব, সীতার পাতাল প্রবেশ, সীতার জীবনের শেষ দিনের কথা তুলে ধরা হবে।
কুণাল ঘোষ জানান, “অযোধ্যায় রামমন্দির নিয়ে হইচই হচ্ছে। কিন্তু অযোধ্যার রামরাজ্যে সীতার কোনও চিহ্ন নেই। সীতাকে কেন অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে আসা হয়েছিল বনে? তাঁর জীবনের শেষকটা দিন কীভাবে কেটেছে? এই সব প্রশ্নের উত্তর এই তথ্যচিত্রে দেওয়া হবে।”
তথ্যচিত্রটির পরিচালক বিদ্যুৎ রায় জানান, “এই তথ্যচিত্রের শুটিং হয়েছে উত্তরপ্রদেশের কানপুর থেকে সামান্য দূরে বিঠুরিতে। বিঠুরিতেই সীতা পাতাল প্রবেশ করেন। এখানেই রয়েছে সীতাকুণ্ড, বাল্মিকীর আশ্রম। এই আশ্রমেই লব-কুশ জন্ম নেন। এছাড়াও, অযোধ্যায় যেভাবে রামের পূজা হয়, বিঠুরিতেও সীতার পূজা হয়। এই সবই তথ্যচিত্রে ফুটে উঠবে।”