October 5, 2024 | Saturday | 8:52 PM

সূর্যকে এ কোন নতুন ফ্যাসাদে ফেলল মিশকা!

0

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। মিশকা সেনগুপ্ত পরিবারের রয়েছে সেখান থেকে সে ফেসবুক লাইভ করে সকলকে জানাচ্ছে সবাই তাকে ঠিক কতটা খারাপ ভাবে দুষ্টু ভাবে। কিন্তু এখন যদি তার কোন ক্ষতি হয় তাহলে তার ছোট্ট সন্তানের ক্ষতি হবে। সাধারণ মানুষের মতামত কি তা জানতে চাইলে মিশকা।

মিশকা সেনগুপ্ত পরিবারে থেকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে দিপাকে দীপার মতন শাড়ি পড়ে তাদেরই বিছানায় শুয়ে চাদর মরি দিয়ে সূর্যকে কাছে আনতে বাধ্য করেছে। ঠিক তখনই দীপা ঘরে ঢুকে দেখে সূর্য তার গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে তখনই সূর্য বুঝতে পারে সেখানে দীপা নেই লাইট ধরিয়ে দেখে মিশকা।

সূর্য হাসপাতলে পৌঁছতে হঠাৎ করেই দেখে তার সমস্ত রোগীরা তাকে বয়কট করেছে তারা কিছুতেই আর সূর্যের কাছে দেখাতে চাইছে না। সূর্য কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন তার সাথে এরকমটা ঘটছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *