সৃজিতের হাত ধরে আবার ফিরছে ফেলুদা! কবে থেকে শুরু হবে শুটিং?
বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্রের নতুন অভিযান নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদার নতুন ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হতে পারে আগামী মার্চ মাসে।
সৃজিত বর্তমানে দেব এবং রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবির শুটিং শেষ হলেই তিনি ফেলুদার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।
২০২২ সালে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয়েছিল যে ফেলুদার পরবর্তী অভিযান তৈরি হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অলম্বনে। গত বছর জানুয়ারী মাসে এই সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছর ঘুরলেও সিরিজ়ের কাজ এগয়নি। বরং সৃজিত তাঁর ব্যোমকেশ সিরিজ়ের শুটিং শুরু করেন।
তবে চলতি বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।