সেবক শিল্পী চক্র- এর এবারের থিম ‘কারার ঐ লৌহকপাট’
TODAYS বাংলা: সেবক শিল্পী চক্র এবারে ৭০তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “বনপাহাড়ীর বনদুর্গা”। তবে এবারে তাদের থিম হল ‘ কারার ওই লৌহকপাট ‘। তাদের এই থিমের ভাবনার কারণ এটা স্বাধীনতাকামী বন্দি যোদ্ধাদের উদ্দেশে একজন বিদ্রোহী কবির উক্তি। স্বাধীনতা সংগ্রামের এক কঠিন যন্ত্রণাদায়ক সময়ের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছেন তারা। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।
আলোকসজ্জায় সাহা ইলেকট্রিক , শিল্পী সুকান্ত দাস (শান্তিপুর ) এর টিম , তত্ত্বাবধানে : হীরালাল সাহা (বাবলু দা )। এছাড়া পুজো উদ্বোধন করবেন চাইল্ড এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ” সৌজাত্য ” এর শিশুদের নিয়ে এবং তাদের জন্য বিশেষ সহযোগিতার আয়োজন করা হবে। কিছু সনামধন্য শিল্পীদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম এর ও আয়োজন করবেন তারা।