সোহিনী-শোভনের প্রেম জমে ক্ষীর! সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন যুগলে
বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জনের সত্যতাই প্রমাণ করলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি সোহিনীর বান্ধবীর বিয়েতে উপস্থিত ছিলেন তার প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। সেখানেই একসঙ্গে বেশ কয়েকটি ছবি তুলেছেন তারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা আরও বেড়ে গেল।
ছবিতে দেখা যাচ্ছে, সোহিনী উজ্জ্বল বর্ণের শাড়ি-ব্লাউজ ও ম্যাচিং জুয়েলারি পরে বিয়েবাড়ির সাবেক সাজে। অন্যদিকে শোভন সিম্পল পায়জামা-পঞ্জাবিতে। একটি ছবিতে শোভনের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছেন সোহিনী।
সেই ছবিতে আবার শোভনের গায়ে রয়েছে লাল রংয়ের একটি চাদর। ছবি দেখে মনে হচ্ছে, তারা একে অপরের প্রেমে বেশ মজে আছেন।