হইচইতে নিজের পরবর্তী সিরিজের কাজ শুরু করে দিলেন ইশা সাহা! কবে মুক্তি পাবে সেই সিরিজ?
পাঁচ মাস আগে মুক্তি পেয়েছিল অভিনেত্রী এশা সাহা অভিনীত ঘরে ফেরার গান নামক ছবি। তারপর মুক্তি পেয়েছিল ইন্দু ২ ওয়েব সিরিজ। কিন্তু তারপর বেশ কয়েকদিন হয়ে গেল দর্শক আর তাকে পর্দায় দেখতে পাইনি। অনেকেই সমাজমাধ্যমে পাতায় জিজ্ঞাসা করছেন কী করছেন ইশা? কবে তাকে দেখা যাবে নতুন ছবি কিংবা ওয়েব সিরিজে?
আনুষ্ঠানিকভাবেই কিছু ঘোষণা করা না হলেও সূত্র মারফত শোনা যাচ্ছে ডাকঘর ওয়েব সিরিজে তাকে মুখ্য চরিত্র দেখা যেতে চলেছে। এই ওয়েব সিরিজে ইশা সাহা ছাড়াও থাকবেন স্বস্তিকা দত্ত। অভ্রজিতের আগের ওয়েব সিরিজ ডাকঘরে বেশ হইচই ফেলে দিয়েছিল দর্শক পেয়েছিল দুই নতুন জুটিকে দিতিপ্রিয়া রায় এবং সুহাত্র মুখোপাধ্যায় কে।
তবে ইসার বিপরীতে এই ওয়েব সিরিজে কে থাকবে নায়ক হিসাবে যদিও তা এখনো জানা যায়নি। স্বস্তিকার নতুন ওয়েব সিরিজের নাম সম্পর্ক। চলতি মাসে শুরু হবে শুটিং।