হরিপদ দত্ত লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি- এর এবারের থিম ‘অরণ্যই পৃথিবীর ফুসফুস’
TODAYS বাংলা: হরিপদ দত্ত লেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে ৭২ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “দাবদাহে হাতপাখা, হ্যারিকেনের আলোয় ফিরে দেখা ” । তবে এবারে তাদের থিম হল ‘অরণ্যই পৃথিবীর ফুসফুস ‘। তাদের থিমের এমন ভাবনার কারণ যত জনসংখ্যা বাড়ছে তত বাড়ছে জলাশয় বুজিয়ে, একের পর এক গাছ কেটে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে গোটা পৃথিবী এখন অসুস্থ। তাই আমাদের অরণ্য হলো গোটা পৃথিবীর ফুসফুস।


২২ শে সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন রতন ইলেকট্রিক, পরিকল্পনা ও ভাবনা শ্রী অরূপ কুমার দাস, সৃজনে জানাব শামিম আখতার ও শ্রী শুভ্র বনিক চৌধুরী, মন্ডপ নির্মাণ জয় দূর্গা ডেকোরেটার ও শ্রী মাধব মল্লিক, প্রতিমা শিল্পী শ্রী ঝন্টু রুদ্র পাল। ডেঙ্গু প্রতিরোধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাদের তরফ থেকে এছাড়া ১৪ ই অক্টোবর সন্ধ্যা ৭:৩৯ টায় মন্ডপ থেকে ছোট ছোট শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করা হবে।
