December 8, 2024 | Sunday | 3:14 AM

হাজরা উদয়ন সঙ্ঘ – এর এবারের থিম ‘আকাশ নিরুদ্দেশে, দেবী লৌহবেশে’

0

TODAYS বাংলা: হাজরা উদয়ন সঙ্ঘ এবারে ৭৮ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সৃষ্ট নারীচরিত্রদের উদযাপন করা হয়েছিলো মন্ডপ আর প্রতিমাসজ্জার মাধ্যমে। তবে এবারে তাদের থিম হল আকাশ নিরুদ্দেশে, দেবী লৌহবেশে।

শহরের নানা নির্মাণকার্যের কবলে পড়েছে ফলে কলকাতার আকাশ এখন কংক্রিটের আড়ালে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, তাই দেবী লৌহবেশে অবতীর্ণ হয়েছেন। ১৬ই জুলাই মাস থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।

আলোকসজ্জায় রয়েছেন অভিজিৎ মন্ডল এবং স্থাপন শিল্পী: স্বরূপ নন্দী, আবহশিল্পী: শুভ্রনীল, সহশিল্পী: গৌতম, স্বরশিল্পী: শুভ্রদীপ, গ্রন্থন-শিল্পী: রেশমা, গ্রাফিক্স শিল্পী: সোমনাথ, আলোক-শিল্পী: অভিজিৎ, আলোক চিত্র শিল্পী: সুদর্শন। মহালয়ার আগেরদিন প্রেস কনফারেন্স হবে, প্রতিপদে হতে চলেছে সাড়ম্বর উদ্বোধন। সপ্তমী, অষ্টমী আর নবমীতে বিভিন্ন সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান আয়োজন করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *