হাতে আর মাত্র দু’দিন, দেবীপক্ষের আগে সূর্যকে নির্দোষ প্রমাণ করতে পারবে কি দীপা?
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সেনগুপ্ত পরিবার জুড়ে অনুষ্ঠান হচ্ছে সেখানে দীপাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বেশ অনেকদিন পর দীপা এইভাবে সেজেছে। নানান রকমের অনুষ্ঠান চলতে চলতেই হঠাৎ করেই কবির আর কবিরের স্ত্রী অনুষ্ঠানে প্রবেশ করল। কবিরকে দেখেই দীপা খুবই ইতস্তত বোধ করছে।
সিনড্রেলার গল্প অনুযায়ী রাত বারোটা বাজলেই সিনড্রেলা দৌড়ে চলে যায়। কিন্তু ফেলে যায় একটা জুতো শুধু যখন কোন বোনের পায়ে হচ্ছে না তখন প্রিন্সের চোখ পড়ে সিনড্রেলার দিকে।
এই আনন্দের মুহূর্তে মিশকা এসেছে সেনগুপ্ত পরিবারে। সে এসে বলছে তার গর্ভে যে বেড়ে উঠছে সেও এই সেনগুপ্ত পরিবারের একটা অংশ। এটা শোনার পরে সকলের রীতিমতো মাথায় হাত। সূর্য বলছে তাকে বেস্ট ফ্রেন্ড এর জায়গাটা দিয়েছে সে এইভাবে সম্পর্কটাকে নষ্ট করছে।