হারিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব – এর এবারের থিম ‘অবরুদ্ধ’
TODAYS বাংলা: হারিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব এবারে ১৮তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “হারানো অবসর “। তবে এবারে তাদের থিম হল ‘অবরুদ্ধ’। তাদের এই থিমের ভাবনার কারণ বিজ্ঞাপন এর ভীড়ে আধুনিক প্রজন্ম প্রাকৃতির অপরূপ সুন্দর সৃষ্টি এই গাছপালা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই সব কিছু সরিয়ে প্রকৃতির সঙ্গে আলাপ করতেই এমন ভাবনা। আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন বাপি রায়চৌধুরী । শিল্পী হিসেবে রয়েছেন পূর্ণেন্দু দে।