November 7, 2024 | Thursday | 6:36 PM

হালসীবাগান সার্বজনীন দুর্গোৎসব – এর এবারের থিম ‘অশনি সঙ্কেত’

0

TODAYS বাংলা: হালসীবাগান সার্বজনীন দুর্গোৎসব ৭৯ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম হল ‘ অশনি সঙ্কেত ‘। থিমের এই ভাবনার কারণ বর্তমান সময়ে আমাদের মূল চিন্তা এই পরিবেশ যা মূলত শহর দীর্ঘায়িত করার জন্য শিল্প বা ইন্ডাস্ট্রি গঠন এবং প্লাস্টিকের বার বারন্তে খুবই বিপদসীমায় দাঁড়িয়ে আছে। আর যেটা মূল চিন্তার বিষয় তা হলো গাছের নির্মমভাবে হত্যা করা। তাই এই বছর তাদের মূল চিন্তা ভাবনা হল অশনি সংকেত। অর্থনৈতিক সমাজের যান্ত্রিক সভ্যতা শহরীকরণ এবং প্রকৃতির নির্মম অপঘাত হ্রাস বৃদ্ধি সভ্য মানব সমাজে সভ্যতা ধীরে ধীরে অর্থের বিনিময় ধ্বংসের দিকে চলেছে। তারই বার্তা দেওয়া। ৩০ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন মা তারা ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন তুষার কান্তি বড়াল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *