হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্স সাজিয়ে তুলতে সরজমিনে পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র
TODAYS বাংলা: হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্স কে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে তথা বন্ধ দোকানপাট সমূহ চালু করে একটা অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স গড়ে তুলতে সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।তার সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম আই সি মানিক দে।

এদিন মার্কেট ঘুরে মেয়র গৌতম দেব জানালেন এই মার্কেট আরো বড় হোক এবং এখানে প্রচুর মানুষ আসুক আমি এটাই চাই।এর জন্য যা যা দরকার হবে আমি কথা দিয়েছি তা আমি যোগার করে দেব। এই মার্কেট শুরু হলে বহু মানুষের উপকার হবে বলে মনে করি আমি। এদিন গোটা মার্কেট ঘুরে মেয়র মাছওয়ালা এবং সবজী বিক্রেতাদের সাথে কথা বলেন। মাছ এবং সবজী বিক্রেতরা তার কাছে কিছু দাবী রাখেন। যেটা পূরন করবেন বলেও জানিয়ে দেন মেয়র।
Advertise