December 8, 2023 | Friday | 10:32 PM

হিন্দি দর্শকদের জন্য হাজির হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’, কবে থেকে দেখা যাবে টিভিতে?

0

নতুন করে শুরু হচ্ছে সূর্য-দীপার সফর! অফ স্ক্রিনে সন্তানের মনোমালিন্য নিয়ে রটনা জারি থাকতে না কেন, অনিনেয়ন রসায়ন যে আপনারাই নজরকাড়া তা আবারও বাস্তবায়িত হয়েছে। বাংলার গণ্ডি করে জাতীয় স্তরের দর্শক দেখবে ‘অনুরা গের ছোঁয়া’।

বাংলারলের হিন্দি সংস্করণ এখন জলভাত, তবে রিমেক নয় ‘অনুরাগের ছোঁয়া’র এপিসোড ডাবিং সম্প্রচারিত হবেস্টার জলসায়। অন্য দিব্যোজ্যতি দত্ত আর স্বস্তিকা ঘোষিত ভক্তরা শুরু থেকে এই মেগারেটর দেখতে সুযোগ পেতে। শনিবারই আমার প্রোমো।

দিন কয়েক আগে ‘মন ফাগুন’-এরবিং ভার্সন হতেই বলেছিল মাস্টার প্লাসে সবচেয়ে চর্চিত বাংলা মেগাতে হিন্দিতে দেখা যাবে! স্বভাবতই উচ্ছ্বসিত দিব্যজ্যোতি। হিন্দুস্তান টাইমস বাংলাক অভিনেতা বললেন- ‘ভালো কিছু হলে তো কথাই কথা।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *