১৮ ই মে মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ দত্তের গান ও মিউজিক ভিডিও “Khwaab Tu”
TODAYS বাংলা: সঙ্গীতই কি স্বপ্ন, না স্বপ্নই সঙ্গীত? আর সেই স্বপ্নেই কি প্রেম আসে… না সেই প্রেমকে পাওয়াটাই স্বপ্ন? এই দার্শনিক চিন্তাধারাকে অবলম্বন করে সিদ্ধার্থ দত্তের পরিবেশনা “Khwaab Tu” গান এবং মিউজিক ভিডিও। গানটি লিখেছেন সন্দীপ মিমানি। গানটি কম্পোজ করেছেন এবং গেয়েছেন ইউএস এ এর সিনসিন্নাটি ওহিও এর বাসিন্দা সিদ্ধার্থ। গানটিতে তার সঙ্গ দিয়েছেন প্রাচী গাঙ্গুলি। ফেব্রুয়ারিতে শ্রীরামপুরের উমা অডিওতে গানটির রেকর্ডিং হয়েছে ।
গানটির মিউজিক অ্যারেঞ্জ করেছেন স্নেহেন্দু টাবুন চ্যাটার্জি এবং সৌরভ মন্ডল। মিউজিক রিলিজ হওয়ার পর এপ্রিলে গানটির ভিডিও শুট হয়েছে পশ্চিমবঙ্গের মন্দারমনি তে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অলিভিয়া ব্যানার্জি এবং সিনেমাটোগ্রাফি ও এডিট করেছেন প্রমিথ গাঙ্গুলি।
ভিডিওটিতে মূল নায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ,ডিরেক্টর অভিজ্ঞান মুখার্জি এবং তার বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে মডেল রায়না সাহাকে। মিউজিক ভিডিওটির কিছু অংশে সিদ্ধার্থ এবং প্রাচীকেও দেখতে পাবেন আপনারা। আগামী ১৮ই মে,এই সুন্দর রোমান্টিক মিউজিক ভিডিওটির অফিসিয়াল লঞ্চ ইভেন্ট হতে চলেছে ইউএসএ এর সিনসিন্নাটিতে। মিউজিক ভিডিওটি রিলিজ হবে ইউটিউবে “Sid Dutta Official”( https://youtube.com/@SidDuttaOfficial ) চ্যানেলে।