২১ বছর বয়সী যুবককে তার প্রতিবেশীরা বাড়িতে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ
TODAYS বাংলা: মঙ্গলবার সকালে মালদায় 21 বছর বয়সী এক মুয়াজ্জিনকে বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তার প্রতিবেশীরা।
পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তবে হামলাকারীরা পালিয়ে গেছে। সূত্র জানায়, চাঁচল থানার অন্তর্গত জালালপুর গ্রামে প্রতিবেশীর দুই গ্রুপের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে।
গ্রামের কয়েকজন বাসিন্দা যেমন আহাদ আলী, মোস্তফা, ইজাবিল ও মাজহারুল দাবি করেন, চাঁচলের হযরতপুর মৌজার এক বিঘা জমির মালিকানা তাদের। অন্যদিকে জালালপুরে বসবাসকারী ইলিয়াস আলী ও আমজাদ আলীর পরিবারও একই প্লটের মালিকানা দাবি করেছে। বিষয়টি বিচারাধীন।